ভালুকায় বাসচাপায় প্রাইভেটকারের ৬ যাত্রী নিহত
ময়মনসিংহের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে বাসচাপায় প্রাইভেটকারের ছয় যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে
নিহতদের মধ্যে একটি শিশু, দুই নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, সকালে একটি প্রাইভেটকার ভালুকা সরকারি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ইমাম পরিবহনের একটি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা ছয়জন নিহত হন। এতে আহত হন বাসের ১০ যাত্রী। বাসটি হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল আর প্রাইভেটকারটি যাচ্ছিল ময়মনসিংহে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।