ভারী যানবাহনের দখলে শিরোমণি-বারাকপুর সড়ক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি-বারাকপুর ঘাটের ব্যস্ততম গুরুত্বপূর্ণ সড়কটি বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহনের দখলে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের যানবাহন গুলো সড়কের দুই পাশে অবৈধভাবে রেখে দেওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ব্যস্ততম এই সড়কের উপর এলোমেলো ভাবে গাড়ী পার্কিং করায় রাস্তার প্রসস্থ কমে আসায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ছাড়াও প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারি মিন্ট দত্ত কিছুদিন আগে তারক পরশ ফ্লাওয়ার মিলের সামনে সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হন।
খুলনার শিরোমণি বিসিক শিল্পাঞ্চলের গুরুত্বপুর্ণ এই সড়কটি দিয়ে খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়, শিরোমণি বিটিসিএল, খানজাহান আলী থানা, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) খুলনা সদর দপ্তর অফিস, খুলনা জেলা পুলিশ লাইন, পুলিশ ফায়ারিং রেঞ্জ, বিএডিসি সার গুডাউন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, গফ্ফার ফুড লিঃ, চরকা ষ্টিল কোঃ লিঃ. জেমকন সিমেন্ট ফ্যাক্টরী লিঃ, শিরোমণি কেডিএ আবাসিক, গিলাতলা, বারাকপুর এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র যোগাযোগ ব্যবস্থার মাধ্যম এই সড়কটি। এই সড়কটি দিয়ে দিঘলিয়া উপজেলার অপর প্রান্ত দিয়ে ভৈরব নদীর ওপারের বারাকপুর এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে সাদা মাছের পোনা ব্যবসায়ীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রান্তে এই সড়কটি দিয়ে সরবারহ করেন। গুরুত্বপূর্ণ এই সড়কটির উপর দিয়ে ভারীভারী যানবাহন অত্র অঞ্চলের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যাতায়াত করে। সড়কের উপর অবৈধ এবং এলোমেলো ভাবে গাড়ী পার্কিং করে রাখায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। খোদ খানজাহান আলী থানার সামনে অবৈধভাবে গাড়ী পার্কিং করে থাকলেও পুলিশ নিরব।
খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী কুলসুম আক্তার বলেন, কলেজে যাতায়াতের সময় প্রায়ই চোখের সামনে দুর্ঘটনা দেখে আতংকে থাকি।
অপর শিক্ষার্থী মাহবুবুর রহমান বলে, খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ও আমদের কলেজের যাতাযাতের মাধ্যম সড়কটির উপর কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তির যানবাহন এলোমেলো ও অবৈধভাবে যত্রতত্র ভাবে রেখে দেওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখিন হতে হচ্ছে পথচারীসহ স্কুল এবং কলেজগামী শিক্ষার্থীরা। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সড়কের উপর অবৈধভাবে গাড়ী পার্কিং করা দখলকারীদের বিরুদ্ধে প্রশাসন জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এমনটাই আশা এলাকাবাসীসহ সংশ্লিষ্টদের।