December 22, 2024
খেলাধুলা

ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পরই অবসরে আম্পায়ার গোল্ড

 

ক্রীড়া ডেস্ক

লর্ডসে চলছে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার নিয়মরক্ষার ম্যাচ। আর এই ম্যাচেই শেষবারের মতো আন্তর্জাতিক কোনো ম্যাচে আম্পায়ারের দায়িত্বে দাঁড়িয়েছেন ইয়ান গোল্ড। ভারত-লঙ্কা ম্যাচের পরই আনুষ্ঠানিকভাবে আম্পায়ারিং ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দেন ইংলিশ এই আম্পায়ার। আইসিসি তার এই অবসরের বিষয়টি নিশ্চিত করেছে। ক্যারিয়ারে ৭১ টি টেস্ট ও ১৪০টি ওয়ানডেতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন গোল্ড। এবার নিয়ে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন তিনি।

ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের হয়ে ১৯৮৩ বিশ্বকাপ খেলাসহ ১৮টি ওয়ানডেতে জাতীয় দলের জার্সি পরেছেন। এছাড়া ৬০০টির বেশি প্রথমশ্রেণীর ক্রিকেট ম্যাচ ও লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। ৬১ বছর বয়সী গোল্ডের আম্পায়ার হিসেবে ১৩ বছর আগে অভিষেক হয়। দুই বছর আগে তিনি আইসিসির আম্পায়াদের এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *