ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীর : রিভা গাঙ্গুলী
দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক থাকায় গত তিন বছরে দুদেশের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা দ্রুত বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস।
গতকাল রবিবার বিকেল রাজধানী ঢাকায় বিদ্যুৎ ভবনের মুক্তি হলে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে এলএনজি গ্যাস ভিত্তিক ৭১৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ভারতের প্রতিষ্ঠান রিলায়েন্স বাংলাদেশ এলএনজি এন্ড পাওয়ার লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রিভা গাঙ্গুলী দাস বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশ যাতে তাদের লক্ষে পৌঁছাতে পারে সে ব্যাপারে সহযোগিতা করতে ভারত প্রতিশ্র“তিবদ্ধ। মেঘনাঘাটে যে বিদ্যুৎকেন্দ্র হচ্ছে তা বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প হবে। এখানে বিনিয়োগের পরিবেশ আছে। ভারতের অনেক বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে অনেকে বাংলাদেশে টেলিকমিউনিকেশন, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইলসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন। ভবিষ্যতে আরো অনেক প্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করতে আসবে।’
এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস, রিলায়েন্স গ্র“পের হেড অব বিজনেস সমীর কুমার গুপ্তা, বিভাগের সচিব আবু হেনা রহমাতুল মুনিম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন।