December 22, 2024
জাতীয়

ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীর হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

রেল ও সড়ক যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও যাতায়াত বৃদ্ধি পাওয়ায় ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীরতর হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গতকাল মঙ্গলবার ভারতের নবনিযুক্ত হাইকমিশনার রিভা গাঙ্গুলী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি বাংলাদেশে তাকে স্বাগত জানিয়ে এ কথা বলেন।

শাহরিয়ার আলম বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনার আলোকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্র ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী রেল ও নৌপথে আরো যোগাযোগ বৃদ্ধির চলমান কার্যক্রমকে স্বাগত জানান। এছাড়া তারা দুই দেশের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ আমদানি-রপ্তানির বিষয়েও আলোচনা করেন। আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর হবে বলে আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় নতুন হাইকমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশে তার কার্যকালীন সময় সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *