November 24, 2024
আন্তর্জাতিক

ভারত থেকে ব্রিটেনে গেল বিশ্বের সবচেয়ে বিষধর সাপ!

বিশ্বের সবচেয়ে বিষধর সাপগুলোর একটি ‘কারপেট ভাইপার’। শিপিং কন্টেইনারে করে সেই সাপটি ভারত থেকে পাঠানো হলো যুক্তরাজ্যে।

ওই সাপটি ধরার জন্য একটি ব্রিটিশ পশু হাসপাতালের কর্মচারীদের ডাকা হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর সাপটিকে ধরেন তারা।

ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন ইংল্যান্ডের সাউথ এসেক্স ওয়াইল্ডলাইফ হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেন, একটি শিপিং কন্টেইনারে থাকা সাপটি ধরার জন্য তদের কাছে ভারত থেকে ফোন যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাপটি পাথরের শিপিং কন্টেইনারে ছিল। হাসপাতালের পক্ষ থেকে সাপটিকে ধরার জন্য একটি দল পাঠানো হয়। সেই দলে একজন বিশেষজ্ঞ এবং একজন পশু চিকিৎসক ছিলেন।

ফেসবুক পোস্টে হাসপাতাল কর্তৃপক্ষ লিখেছে, ব্রিটিশ বন্যপ্রাণীর বিভিন্ন প্রজাতি ছাড়াও আমরা একটি সরীসৃপ সম্পর্কে ফোন পাই, সেটি অবশ্যই সেই দেশে ছিল না, যেখানে তার থাকার কথা।

হাসপাতালের দলটি পরীক্ষা করে জানতে পারে, এটি বিশ্বের অন্যতম বিষাক্ত একটি সাপ। কর্তৃপক্ষ জানায়, আমরা বুঝতে পেরেছিলাম যে, সাপটি কতটা বিপজ্জনক। এটি অন্য সব প্রজাতির চেয়ে অনেক বেশি মানুষকে হত্যা করে।

প্রসঙ্গত, এই প্রজাতির বিষধর সাপ সাধারণত পাওয়া যায় আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *