November 25, 2024
আন্তর্জাতিককরোনা

ভারতে ১ দিনে করোনা শনাক্তে রেকর্ড, সুস্থতা ছাড়ালো ২ লাখ

ভারতে সবশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। একই সঙ্গে এদিন মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। দিল্লি, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশেও এক দিনে শনাক্ত হয়েছে সর্বোচ্চ সংখ্যক রোগী।

শুক্রবার (১৯ জুন) দেশটির সরকারি দফতরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইম অব ইন্ডিয়া।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫২ জনের। যা মহামারি দেখা দেওয়ার পর থেকে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল ১৩ হাজার ২১৯ জন। শুধু মহারাষ্ট্রে ৩ হাজার ৭৫২ এবং রাজধানী দিল্লিতে শনাক্ত ২ হাজার ৮৭৭। এটাও সর্বোচ্চ।

সর্বোচ্চ শনাক্তের দিনেও দেশটিতে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। এখন পর্যন্ত সেখানে মোট শনাক্ত ৩ লাখ ৮০ হাজার ৫৩২ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৪৭৭১ জন।

সব শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। এ নিয়ে মোট মৃত্যু গিয়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬০২ জনে। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে প্রায় ৬ হাজার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *