ভারতে ১৫ অক্টোবরের পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান-প্রেক্ষাগৃহ
শর্ত মেনে আগামী ১৫ অক্টোবরের পর স্কুল-কলেজ, সিনেমা হল ও প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিয়েছে ভারত সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এছাড়াও আনলক পঞ্চম পর্বের জন্য জারি করা নির্দেশিকায় আরও কিছু ক্ষেত্রে ছাড়পত্র দেয়া হয়েছে।
ভারতে লকডাউনের সময় থেকেই বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, প্রেক্ষাগৃহ, মাল্টিপ্লেক্সসহ একাধিক জায়গা। ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে আনলক চতুর্থ পর্বের সময়সীমা। পঞ্চম ধাপে পা দেয়ার আগেই নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার।
১৫ অক্টোবরের পর থেকে খোলা যাবে স্কুল-কলেজ ও কোচিং
> তবে সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে পরামর্শ করে সবুজ সঙ্কেত দেবে রাজ্য সরকার
> ১০ বছরের কম বয়সের শিশুদের জন্য বাইরে মেলামেশা করা ঝূঁকিপূর্ণ
> শিক্ষার্থীদের উপস্থিতির জন্য জোর করা যাবে না
> একমাত্র অভিভাবকরা লিখিত অনুমতি দিলে তবেই শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দিতে পারবে শিক্ষার্থীরা
> কেন্দ্র জানিয়েছে, অনলাইন ক্লাস এবং দূরশিক্ষাই এখন তাদের প্রথম পছন্দ
> আগামী ১৫ অক্টোবর থেকে খোলা যাবে সিনেমা হল, থিয়েটার এবং মাল্টিপ্লেক্সও
> তবে প্রতিটি ক্ষেত্রেই দর্শকের সংখ্যা অর্ধেক হতে হবে
> এ জন্য পৃথক গাইডলাইন জারি করা হবে বলেও জানানো হয়েছে
> আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে
> ৩১ অক্টোবর পর্যন্ত কন্টেনমেন্ট জোনে কড়া লকডাউন জারি থাকবে
বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড়পত্র দেয়া হলেও, প্রতিটি ধাপেই মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখার মতো বিষয় মেনে চলার কথা বলা হয়েছে।
এর আগে ১ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে রাজ্যে যাত্রা, নাটক, থিয়েটার, চলচ্চিত্রসহ সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।