ভারতে সিলিন্ডার বিস্ফোরণে বাড়ি ধসে নিহত ১২
দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতের উত্তর প্রদেশে সিলিন্ডার বিস্ফোরণে দোতলা একটি বাড়ি ধসে ১২ জনের মৃত্যু এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। মাউ জেলার মোহাম্মদাবাদ এলাকায় সোমবার সকালে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।
বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় দোতলা ভবনটি পুরোপুরি ধসে পড়ে। ধ্বংসস্তুপের নিচে এখনো লোকজন চাপা পড়ে আছে বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের। স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর ওই বাড়িতে আগুন ধরে যায়।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা কর্মকর্তাদের হতাহত সকলের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদাণের নির্দেশ দিয়েছেন।