ভারতে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি আহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে (ভারতের অংশে) এক বাংলাদেশি আহত হয়েছেন। আহত রিপন খলিফা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আশরাফ খলিফার ছেলে। গতকাল শুক্রবার ভোরে ভারতের নদীয়া জেলার হাঁসখালী খানাধীন রামনগর এলাকায় এই ঘটনা ঘটেছে।
মহেশপুরের বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারি পরিচালক নজরুল ইসলাম খান বিয়ষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিপন খালিফাসহ সাত বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যায়। এসময় তারা ভারতের রামনগর বিএসএফ ক্যাম্পের টহলদলের সামনে পড়লে তাদের দিকে গুলি ছুড়ে বিএসএফ। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও আহত হয় রিপন। সেখান থেকে আহত অবস্থায় তাকে আটক করে ভারতীয় পুলিশের কাছে দেয় বিএসএফ।
বিএসএফ জানায়, তাকে পুলিশে দেওয়া হয়েছে। বর্তমানে রিপন কৃষ্ণনগর হাসপাতালে আছেন। এদিকে শুক্রবার বিকালে বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। সেখানে বাংলাদেশ ওই নাগরিককে ফেরত চেয়েছে বলে জানায় বিজিবি।