ভারতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২৬
দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতের মহারাষ্ট্রে মুখোমুখি সংঘর্ষের পর বাস ও অটোরিকশা ডোবায় পড়ে ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩২ জন। বুধবার স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার রাজ্যের নাশিক জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে সুহাস দেশমুখ নামের ওই কর্মকর্তা টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন। তিনি বলেন, ‘উভয় যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং এর ফলে যান দুটি রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।’ নিহতদের মধ্যে দুই বছরের দুই শিশু রয়েছে। উদ্ধারকারীরা হতাহতদের উদ্ধারে সারারাত কাজ করেছে।
বিশ্বের যে কয়টি দেশে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয় ভারত তার মধ্যে অন্যতম। ২০১৭ সালে দেশটিতে চার লাখ ৬৪ হাজার ৯১০টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে প্রায় এক লাখ ৪৮ হাজার লোক।