ভারতে পটকা কারখানায় বিস্ফোরণে নিহত ২২
দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলার বাটালায় পটকা তৈরির কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৭ জন। ৫০ জনের বেশি মানুষ ধ্বংসস্তুপে আটকা পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ভারতের গনমাধ্যমগুলো জানাচ্ছে, তিনতলা ভবনের আন্ডারগ্রাউন্ডে আতশবাজি তৈরির কারখানা ছিল, বিকেল চারটার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ এতোই শক্তিশালী ছিল যে, কারখানার আশপাশের ৩টি ভবন ধসে পড়ে। বিস্ফোরণের সময় আশপাশের ভবন ছাড়াও এক কিলোমিটার জুড়ে কেঁপে ওঠে, কাঁচের জানালা ভেঙ্গে যায়।
ভারতের ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোরস এবং স্টেট ডিসাস্টার রেসপন্স ফোরস উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার অভিযান চলছে। আগুন নেভাতে অমৃতসর ও গুরুদাসপুরের অনেকগুলো ফায়ারসার্স ইউনিট কাজ করছে। হতাহতদের বাটালার সরকারি হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনায় পাঞ্জাবের মূখ্যমন্ত্রী আমারিন্দার সিংসহ রাজনীতিবিদরা প্রাণহানীর ঘটনায় শোক প্রকাশ করেছেন।