ভারতে করোনা আক্রান্ত ১৫ ইতালিয়ান
ভারতে বেড়াতে আসা ইতালির ১৫ নাগরিকের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে।
এনডিটিভি জানাচ্ছে, গত মাসে ভারতের বেড়াতে আসে ইতালির ২৩ পর্যটকের দল। জয়পুর বেড়ানো সময় তাদের একজনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের প্রমাণ মেলে। তাকে পৃথকভাবে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তার স্ত্রীকেও কড়া নজরদারিতে রাখা হয়েছে।
বাকি ২১ জনকে দিল্লির আইটিবিপি পৃথকীকরণ কেন্দ্রে রাখা হয়েছিল। পরে তাদের শারীরিক পরীক্ষা করে করোনা ভাইরাস পাওয়া গেছে।
ভারতে নতুন করে আরও এক করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। এ নিয়ে দেশটিতে মোট ২৮ জনের শরীরে করোনা পাওয়া গেল।
চিনেই প্রথমে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, ইরানসহ ৬০টিরও বেশি দেশে। ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৫২। সংক্রমণের শিকার প্রায় ২ হাজার।