November 29, 2024
আন্তর্জাতিককরোনা

ভারতে করোনায় মৃত্যুর বিশ্বরেকর্ড

সব রেকর্ড ছাড়িয়ে আক্রান্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড গড়লো ভারত।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৯৮০ জন।

এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো দু’লাখ ৩০ হাজার। দেশটিতে এদিন আরও করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ২৬২ জন।

বৃহস্পতিবার (০৬ মে) এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

দেশটির পাঁচটি রাজ্য ২৪ ঘণ্টায় দেখলো এ যাবৎকালের রেকর্ড মৃত্যু। রাজ্যগুলো হলো- উত্তর প্রদেশ, কর্নাটক, পাঞ্জাব, হরিয়ানা ও তামিলনাড়ু। এর মধ্যে উত্তর প্রদেশে মারা গেছেন ৩৫৭ জন, কর্ণাটকে ৩৪৬ জন, পাঞ্জাবে ১৮২ জন, হরিয়ানায় ১৮১ জন এবং তামিলনাড়ুতে ১৬৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় মারা গেছেন ৯২০ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত তিনদিনে টেস্টে পজিটিভ শনাক্তের হার (টিপিআর) বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪ শতাংশ। দেশটিতে এদিন আরও করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ২৬২ জন। এটি বিশ্বের মধ্যে কোনো দেশে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। এর আগের রেকর্ডটিও ভারতেরই ছিল। গত ৩০ এপ্রিল বিশ্বে প্রথমবারের মতো একদিনে চার লক্ষাধিক রোগী শনাক্ত হয়েছিল দেশটিতে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *