July 2, 2025
আন্তর্জাতিককরোনা

ভারতে করোনায় একদিনে ১০০৭ জনের মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৭ জন মারা গেছেন।  দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৪৪ হাজার ৩৮৬ জন।

সোমবার (১০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বোচ্চ ৬২ হাজার ৬৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২২ লাখ ১৫ হাজার ৭৪। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৭৪৩ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ১৭ হাজার ৭৫৭ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৪ হাজার ৯২৭ জন এবং দিল্লিতে ৪ হাজার ১১১ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *