‘ভারতে করোনাভাইরাস আক্রান্তদের ৮০% উপসর্গহীন’
ভারতে করোনাভাইরাস সংক্রমিত ৮০ শতাংশ মানুষের দেহেই রোগের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেশটির শীর্ষ চিকিৎসা গবেষণা সংস্থার জানানো এ তথ্যে উদ্বেগ বাড়ছে
ভারতে লকডাউনের মধ্যেও আক্রান্তের সংখ্যা সোমবার ১৭ হাজার পেরিয়েছে। একদিনের মধ্যেই নতুন আক্রান্ত হয়েছে ১,৫৫৩ জন এবং মারা গেছে ৩৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৩ জনে।
এরই মধ্যে এনডিটিভি’তে এক সাক্ষাৎকারে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর) এর গবেষক রমণ আর গঙ্গাখেড়কর বলেছেন, “৮০ শতাংশ মানুষের ক্ষেত্রেই রোগের কোনও উপসর্গ দেখা যাচ্ছে না। তাই তাদের কীভাবে শনাক্ত করা যাবে সেটিই এখন বড় দুশ্চিন্তা।”
ভারতের মতো দেশে উপসর্গহীনদের জনে জনে পরীক্ষা করা দুঃসাধ্য। তাই “তাদেরকে খুঁজে বের করা ছাড়া উপায় নেই”, বলছেন গঙ্গাখেড়কর।
তিনি বলেন, যাদের পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে তারা কার কার সংস্পর্শে এসেছেন সেটি খুঁজে দেখলেই কেবল এই উপসর্গহীনদের হদিস পাওয়া যেতে পারে। তবে তাদের শনাক্ত করার জন্য পরীক্ষা কৌশলে কোনও পরিবর্তন আনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন গঙ্গাখেড়কর।
ওদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এর আগে রোববার গণমাধ্যমকে জানিয়েছিলেন, সম্প্রতি সংগ্রহ করা ৭৩৬ নমুনার মধ্যে ১৮৬ জনের দেহে করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া গেছে। কিন্তু তারা জানতেনই না যে তাদের দেহে এ ভাইরাস বাসা বেঁধেছে।