January 21, 2025
আন্তর্জাতিক

ভারতে এপ্রিলে কাজ হারিয়েছেন ১২ কোটি মানুষ

করোনাভাইরাস গোটা বিশ্বের অর্থনীতিকে মারাত্মক এক মন্দায় ফেলে দিয়েছে। আর ১৩০ কোটি মানুষের দেশ ভারতের অর্থনীতির অবস্থা এই মহামারির আগে থেকেই ছিল বেশ নাজুক। তবে প্রাদুর্ভাব শুরুর পর শুধু গত এপ্রিল মাসেই ভারতের ১২ কোটি ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন।

দেশটির একটি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনোমি (সিএমআইই) কর্তৃক প্রকাশিত তথ্য-উপাত্তের বরাতে বুধবারের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে বেকারত্বের হার এখন রেকর্ড সর্বোচ্চ; ২৭ দশমিক ১ শতাংশ।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের চেয়ে ভারতে বেকারত্বের হার চারগুণ বেশি। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে চাকরি সংক্রান্ত কোনো তথ্য-উপাত্ত কখনো প্রকাশ করে না। তবে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনোমি (সিএমআইই) কর্তৃক প্রকাশিত তথ্য-উপাত্ত দেশটিতে সর্বজন গৃহীত।

করোনার প্রাদুর্ভাব শুরু হলে  ২৫ মার্চ থেকে ভারত লকডাউন। তৃতীয় দফায় বেড়ে তা এখন ১৭ মে পর্যন্ত চলছে। বন্ধ রয়েছে বিমান, ট্রেন, মেট্রো ও বাস, মল, সিনেমা-থিয়েটার, জিম। বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। তাই কোটি কোটি মানুষ চাকরি হারাচ্ছেন।

করোনায় ভারতে জ্যামিতিক হারে বেকারত্বের হার বেড়েছে। গত মার্চে দেশটিতে বেকারত্বের হার ছিল ৮ দশমিক ৭ শতাংশ। প্রথম রোগে শনাক্ত হলে এপ্রিলে তা একলাফে বেড়ে ২৩ দশমিক ৫ শতাংশে দাঁড়ায়। আর এখন দেশটিতে বেকারত্বের হার বেড়ে ২৭ দশমিক ১ শতাংশ হয়েছে।

সিএমআইই জানাচ্ছে, এপ্রিলে যে ১২২ মিলিয়ন মানুষ চাকরি হারিয়েছেন তার মধ্যে ৯১ দশমিক ৩ মিলিয়ন ক্ষুদ্র ব্যবসায় ও শ্রমিকের কাজ করতেন। মাসিক পারিশ্রমিক ভিত্তিতে চাকরি হারানো শ্রমিক ১৭ দশমিক ৮ মিলিয়ন। আর ১৮ দশমিক ২ মিলয়ন ক্ষুদ্র উদ্যোক্তা; যারা নিজের কাজ করতেন।

সবশেষ পাওয়া তথ্য বলছে, ভারতে মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৭০০ এর বেশি মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছে প্রায় ১৫ হাজার। গতকাল একদিনে রেকর্ড সর্বোচ্চ ১৯৫ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *