February 5, 2025
আন্তর্জাতিককরোনা

ভারতে একদিনে রেকর্ড করোনা রোগী শনাক্ত

ভারতে করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একদিনের ব্যবধানে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে শেষ ২৪ ঘণ্টায়। এ দিন আগেকার রেকর্ড ভেঙে তিন হাজার ৯০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪৩৩ জনে।

মঙ্গলবার (০৫ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একদিনের ব্যবধানে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হওয়ার রেকর্ড ছিল দুই হাজার ৬৪৪ জন। এটা হয়েছিল গত ০৩ মে শেষ ২৪ ঘণ্টায়। কিন্তু মঙ্গলবার এই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়েছে। এ দিন প্রায় চার হাজার রোগী শনাক্ত হয়েছেন।

ভারতের কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বলছে, করোনা ভাইরাস শনাক্তে দেশে এখন পর্যন্ত ১১ লাখ ৯০ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৪৩৩ জনের। এরমধ্যে আবার মৃত্যু হয়েছে এক হাজার ৫৬৮ জনের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *