ভারতে একদিনে মৃত্যু প্রায় ৪ হাজার, কমেছে সংক্রমণ
ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আরও কমলেও আবার বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণ ছিল ৭০ হাজারের কম। তবে মারা গেছেন প্রায় ৪ হাজার মানুষ।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। এ বছর ১ এপ্রিলের পর এটিই সবচেয়ে কম দৈনিক আক্রান্তের সংখ্যা। নতুন সংক্রমণ যোগ হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। ভারতে সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই ৫ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও।
তবে সংক্রমণ কমলেও কমছে না দৈনিক মৃতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। এর ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জন।