January 21, 2025
আন্তর্জাতিককরোনা

ভারতে একদিনে প্রায় ৭০ হাজার রোগী শনাক্ত

ভারতে মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছেই। প্রায় প্রতিদিনই দৈনিক সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হচ্ছে দেশটিতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সবশেষ হিসাব অনুযায়ী ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৬৯ হাজার ৬৭২ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের সরকারির সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবারের প্রতিবেদনে জানিয়েছে, এ নিয়ে ভারতের মোট কোভিড-১৯ সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ লাখ ৩৬ হাজার ৯২৬ জন। তবে আক্রান্তদের মধ্যে বিশ লাখের বেশি মানুষ এখন সুস্থ। বাকিরা হাসপাতালে নয়তো বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়া গত একদিনে ভারতে আরও ৯৯৭ জন কোভিড-১৯ আক্রান্ত মানুষ মারা গেছে। এ নিয়ে বিশ্বে করোনায় বিপর্যস্ত শীর্ষ তিন দেশের একটি ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩ হাজার ৮৮৬ জন। আগামী দিনগুলোতে দেশটিতে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

এশিয়ার মধ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ হলো ভারত। আর শীর্ষ সংক্রমিত বিশ্ব তালিকায় যুক্তরাষ্ট্র আর ব্রাজিলের পরপরই ভারতের অবস্থান। তবে দৈনিক আক্রান্তে প্রায় প্রতিদিন আগের রেক্ড ভাঙলেও সব ধরনের বিধিনিষেধ এখন শিথিল ভারতে। সবকিছু আবার সচল হয়েছেদ; চলছে ব্যবসাসহ সব অর্থনৈতিক কার্যক্রম।

ভারতে করোনায় সবচেয়ে বিপর্যন্ত রাজ্য মহরাষ্ট্র। দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত এই প্রদেশটিতে এখন পর্যন্ত ৬ লাখ ২৮ হাজারের বেশি শনাক্ত রোগী শনাক্ত হয়েছে। তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাডু সাড়ে তিন লাখ, অন্ধ্রপ্রদেশ তিন লাখের বেশি, কর্ণাটক আড়াই লাখ এবং উত্তরপ্রদেশ ও দিল্লি দেড় লাখের বেশি।

ভারতে অবশ্য করোনা পরীক্ষাতে ব্যাপক গতি পেয়েছে। আগস্টের শুরু থেকেই করোনা পরীক্ষা অনেক বেড়েছি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৭.৫৮ শতাংশ। এ সময় ৯ লাখ ১৮ হাজার ৪৭০ জনের নমুনা পরীক্ষা হয়। যা দেশটিতে এযাবৎ একদিনে সর্বোচ্চ পরীক্ষা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *