November 25, 2024
আন্তর্জাতিককরোনা

ভারতে একদিনেই শনাক্ত আড়াই লাখ, সংক্রমণ হার ১৩ শতাংশ

করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে ভারতে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে দুই লাখ ৪৭ হাজার ৪১৭ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৯২৭ জনে দাঁড়িয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ৯৪ হাজার ৭২০ জন। সরকারি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ।

তবে আক্রান্ত বাড়লেও গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে। নতুন করে একদিনে ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মারা যান ৪৪২ জন। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজারেরও বেশি।

গত কয়েক দিন ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশ ছাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় তা পৌঁছে গিয়েছে ১৩ দশমিক ১১ শতাংশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এক সপ্তাহ ধরে দেশের ২৯টি রাজ্যের অন্তত ১২০টি জেলায় সংক্রমণের হার রয়েছে ১০ শতাংশের বেশি। একইসঙ্গে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। ভারতে এখন মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৪৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৪৬ হাজার ৭২৩ জন করোনায় সংক্রমিত। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে তা সাড়ে ২৭ হাজার ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে আক্রান্ত ২২ হাজার ১৫৫ জন। কর্নাটকে ২১ হাজার ৩৯০ জন এবং তামিলনাড়ুতে ১৭ হাজার ৯৩৪ জন শনাক্ত হয়েছে। এছাড়াও দেশটির প্রায় সব রাজ্যেই আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *