November 27, 2024
আন্তর্জাতিকলেটেস্ট

ভারতে ইসলামিক স্কুলের পাঠ্যক্রমে গীতা!

ভারতের কেরালার এক ইসলামিক স্কুলের পাঠ্যক্রমে রয়েছে হিন্দু ধর্মগ্রন্থ গীতা। ওই স্কুলের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অন্যান্য ভারতীয় সাহিত্যের সঙ্গে যোগ হয় এ হিন্দু ধর্মগ্রন্থ। এ বছর থেকেই ওই ধর্মগ্রন্থের পাঠ শুরু হবে।

ওই ইসলামিক বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের নতুন জুন মাস থেকে এই নতুন পাঠ্যক্রম শুরু হবে। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাচীন এবং শাস্ত্রীয় ভাষা শেখানোর জন্য পাঠ্যক্রম থেকে বেরিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে গত সাত বছর ধরে গীতা, উপনিষদ, মহাভারত, রামায়ণের নির্বাচিত অংশগুলো সংস্কৃতে শেখানো হচ্ছিল। কিন্তু সেই পাঠ্যক্রম খুব একটা বিস্তারিত ছিলো না। এই নতুন পাঠ্যক্রমের পাশাপাশি ছাত্রছাত্রীরা সংস্কৃতে স্নাতক বা স্নাতকোত্তরও পড়তে পারবেন বলে জানা গেছে। স্নাতকোত্তরের পাঠ্যসূচিতে বেদান্তসার, নাটকবিদ্যা, উপনিষদ, নাট্যশাস্ত্র, যোগশাস্ত্র থাকবে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সূত্র : আজকাল

শেয়ার করুন: