January 22, 2025
আন্তর্জাতিককরোনা

ভারতে অসুস্থের চেয়ে সুস্থ করোনা রোগীর সংখ্যা এখন বেশি

ভারতে এই প্রথমবারের মতো সক্রিয় করোনা আক্রান্তের চেয়ে এ ভাইরাস থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেশি দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যবিভাগ।

বৃহস্পতিবার (১১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছে ১ লাখ ৩৩ হাজারের কিছু বেশি। বিপরীতে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে।

এদিকে করোনা থেকে সেরে ওঠার হার বাড়লেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে করোনা সংক্রমণের প্রকোপ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এ সপ্তাহে দেশটিতে কঠোর লকডাউন শিথিল করার ঘটনায় এ প্রকোপ আরও বৃদ্ধির আশঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ভারতে করোনার অন্যতম প্রধান হটস্পট রাজধানী দিল্লী শহরে এখন পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মুম্বাই শহরে করোনা শনাক্ত হয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষের।

করোনার প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সম্প্রতি দিল্লীর উপ-মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি জানিয়ে বলেন, জুলাইয়ের শেষ নাগাদ রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যেতে পারে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *