ভারতের পাঞ্জাবে মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত
ভারতের পাঞ্জাবে দেশটির বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ট্রেনিংয়ের সময় পাঞ্জাবের জালানধরে এ দুর্ঘটনা ঘটে। তবে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন পাইলট। তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে দ্রুত নেওয়া হয়েছে হাসপাতালে।
শুক্রবার (৮ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় বিমানবাহিনীর বরাতে জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
বিমানটি প্রযুক্তির সাহায্যে বিশেষ এক কসরত করছিল। তবে নিয়ন্ত্রণ না করতে পেরে পাইলট দ্রুত বেরিয়ে যান। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।
মিগ-২৯ সোভিয়েত যুগের দ্রুতগতির যুদ্ধবিমান। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে এই বিমান ব্যবহার হয়। যুদ্ধকালীন কোনো বোম্বিং মিশনে অন্য প্লেনকে স্কট করা করার জন্যও মিগ-২৯ ব্যবহার করা হয়।