November 26, 2024
আন্তর্জাতিক

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লে. জেনারেল মনোজ পাণ্ডে

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। সোমবার (১৮ এপ্রিল) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে প্রথম ব্যক্তি যিনি ইঞ্জিনিয়ার পদ থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হবেন। তিনি এতদিন সহকারী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হবেন মনোজ পাণ্ডে।

জানা গেছে, চলতি মাসেই অবসরে যাবেন ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল নারাভানে। সেনাপ্রধান হিসেবে তার ২৮ মাসের দায়িত্ব শেষ হবে ৩০ এপ্রিল। এরপরই ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন মনোজ পাণ্ডে।

১৯৮২ সালে জাতীয় ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক পাস করেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ওই বছর ভারতীয় সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার পদে যোগ দেন। জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে অপারেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরে ইস্টার্ন কমান্ডের দায়িত্ব পান। আন্দামান নিকোবরের কমান্ডার-ইন-চিফের পদেও ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *