January 19, 2025
খেলাধুলা

ভারতের জাতীয় দলকেও হারিয়ে দেবে মুম্বাই ইন্ডিয়ানস!

পঞ্চমবারের মতো শিরোপা জেতার পর মুম্বাই ইন্ডিয়ানসের ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড বলেছিলেন, শুধু আইপিএল নয়, পুরো বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি দল মুম্বাই। তার এ কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন আরও অনেকে। তবে আরও একধাপ এগিয়ে গেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

সাবেক এই ডানহাতি ব্যাটসম্যানের মতে, মুম্বাই ইন্ডিয়ানস এখন এতোটাই শক্তিশালী দল যে, তারা ভারতের জাতীয় দলকেও হারিয়ে দিতে পারবে। নিজের এমন মন্তব্যের পেছনে অবশ্য শক্তি যুক্তিও দিয়েছেন আকাশ চোপড়া। ইউটিউবে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ বিষয়ে কথা বলেছেন তিনি।

আকাশ চোপড়ার ভাষ্য, ‘মুম্বাই ইন্ডিয়ানস স্কোয়াডের গভীরতা অনেক বেশি। এতই বেশি যে, প্রতিপক্ষ দল এই গভীরতায়ই ডুবে যায়। আপনি যদি ব্যাটিংয়ের কথা বলেন, কাইরন পোলার্ডের পরেও হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া রয়েছে। পুরো দলটাই এতো আক্রমণাত্মক ব্যাটিং করে যে তাদের থামানো মুশকিল হয়ে যায়।’

পাশাপাশি বোলিংয়ের দিকে আলোকপাত করে তিনি বলেন, ‘আবার যদি বোলিংয়ের কথা বলেন, তারা পুরো টুর্নামেন্ট খেলল রাহুল চাহারকে নিয়ে। কিন্তু যখন প্রয়োজন হলো জয়ন্ত যাদাবকে নামালো, তখন সেও দারুণ করল। অঙ্কুল রয় ফিল্ডার হিসেবে নেমে দুর্দান্ত কিছু ক্যাচ নিলো। এর বাইরে ফাস্ট বোলাররাও অসাধারণ।’

মুম্বাই ইন্ডিয়ানস ভারতের জাতীয় দলকেও হারাতে পারবে জানিয়ে আকাশ বলে, ‘এই দলটার কোনো খুঁত নেই। কোনো সন্দেহ নেই যে মুম্বাই ইন্ডিয়ানস এখন বিশ্বের সবচেয়ে সেরা ফ্র্যাঞ্চাইজি দল। কিন্তু এখন যদি ভারতের বিপক্ষে মুম্বাইয়ের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করা হয়, তাহলে ভারতকেও হারিয়ে দেবে মুম্বাই ইন্ডিয়ানস।’

তবে এক্ষেত্রে একটি শর্তও রেখেছেন তিনি, ‘এখানে কথা হলো, মুম্বাইয়ের খেলোয়াড় যেমন রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ারা মুম্বাইয়ে খেলবে। এমনটা হলে তারা ভারতকে হারিয়ে দিতে পারবে। ভারতের সবচেয়ে বড় শক্তি হলো বুমরাহর বোলিং। এছাড়া রোহিত শর্মার ওপেনিং এবং নিচের দিকে ক্রুনাল, হার্দিক ও পোলার্ডের ব্যাটিংয়ে মুম্বাই দলটা ভারতের চেয়ে এগিয়ে থাকবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *