ভারতের এক মহারাষ্ট্রেই করোনা শনাক্ত চীনের চেয়ে বেশি
করোনা শনাক্তে গোটা চীনকে একাই টপকে গেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র। সরকারি হিসেবে চীনে এখন পর্যন্ত মোট ৮৪ হাজার ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে এক মহারষ্ট্রেই এ যাবৎ করোনা শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৯৭৫ জনের।
সোমবার (৮ জুন) ভারতের স্বাস্থ্যবিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, কেবল করোনা শনাক্তেই নয়, এ ভাইরাসে মৃতের দিক থেকেও ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে এগিয়ে মহারাষ্ট্র। সরকারি হিসেবে এ রাজ্যে এখন পর্যন্ত করোনায় ২ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে।
মহারাষ্ট্রের অন্যান্য অঞ্চলের চেয়ে এখন পর্যন্ত এর রাজধানী মুম্বাইয়েই করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। এখানে মোট ৪৮ হাজার ৭৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র মুম্বাই জনবসতির ঘনত্বের দিক দিয়ে বিশ্বের শীর্ষ শহরগুলোর একটি। গত কয়েক সপ্তাহে করোনায় এ শহরের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।
আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য মতে, ভারতে এখন পর্যন্ত মোট ২ লাখ ৫৭ হাজার ৪৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৭ হাজার ২০৭ জন। গুরুতর অবস্থায় আছেন ৮ হাজার ৯৪৪ জন। সেরে উঠেছেন ১ লাখ ২৩ হাজার ৮৪৮ জন।
করোনা শনাক্তের দিক থেকে বর্তমানে বিশ্বের মধ্যে ষষ্ঠ শীর্ষ অবস্থানে ভারত। ইউরোপ, আমেরিকার পর সম্প্রতি ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ দক্ষিন এশিয়ার দেশগুলোতে করোনার প্রকোপ হুহু করে বাড়ছে। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।