November 24, 2024
আঞ্চলিকলেটেস্ট

ভারতের উদ্দেশ্যে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’র মোংলা জেটি ত্যাগ

আইএসপিআর
ভারতের বিশাখাপত্তনম-এ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া EX MILAN-2022 এ অংশ নিতে নৌবাহিনী যুদ্ধজাহাজ ওমর ফারুক গতকাল মঙ্গলবার মোংলা নৌ জেটি ত্যাগ করে। এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম অনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এছাড়া অন্যান্যদের মধ্যে নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহাজটি আগামী ২৫ ফেব্রুয়ারি হতে ০৪ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত ভারতের বিশাখাপত্তনম-এ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া EX MILAN-2022 এ অংশগ্রহণ করবে। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভূঞা এর নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৮৪ জন নৌ-সদস্য এই মহড়ায় অংশগ্রহণ করছেন। আন্তর্জাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করছে।
অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্র পথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানব পাচার, অবৈধ মৎস আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডরোধ এ মহড়ার মূল লক্ষ্য। উক্ত মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা যায়। মহড়া শেষে জাহাজটি আগামী ০৬ মার্চ ২০২২ তারিখে দেশে প্রত্যাবর্তন করবে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *