ভারতীয় সহকারী কমিশনারের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার দুপুর ১২টায় খুলনা চেম্বার সভাকক্ষে মিঃ রাজেশ কুমার রায়না, ভারতীয় এ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার, খুলনা এর সঙ্গে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক।
তিনি তার বক্তব্যে খুলনাসহ এতদাঞ্চলের ব্যবসায়ীগণ ভারত ও বাংলাদেশের সীমান্তে যে সকল সমস্যার সম্মুখীন হন তা তুলে ধরেণ। এ প্রসঙ্গে মিঃ রাজেশ কুমার রায়না, ভারতীয় এ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার, খুলনা তার বক্তেব্যে ভারতীয় সীমান্ত এলাকায় বা ভারতীয় স্থল বন্দরগুলিতে ব্যবসায়ীগণ যাতে কোন প্রকার সমস্যার সম্মুখীন না হন সে ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্থ করেন। এছাড়া তিনি ভারতের ৩৭০ ধারা প্রত্যাহার করায় সেখানে কোন প্রকার অশান্তি বিরাজ করছে না বলেও বিস্তারিত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভুট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জ্বল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান।