December 27, 2024
আঞ্চলিক

ভারতীয় নৌপ্রধানের খুলনা নৌ অঞ্চল সফর

দক্ষিণাঞ্চল ডেস্ক

সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল করম্বির সিং গতকাল সোমবার খুলনা নৌ অঞ্চল সফর করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ কথা জানানো হয়। সফরের অংশ হিসেবে ভারতীয় নৌপ্রধান খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম মুসার সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে এম মুসা ভারতীয় নৌপ্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য এডমিরাল করম্বির সিং-কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় ভারতীয় নৌপ্রধানকে খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন অপারেশনাল কর্মকান্ড অবহিত করা হয়।

পরে ভারতীয় নৌপ্রধান খুলনা শিপইয়ার্ড পরিদর্শন এবং বিভিন্ন ওয়ার্কশপ ঘুরে দেখেন। তিনি জাহাজ নির্মাণে বাংলাদেশের সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। শিপইয়ার্ড পরিদর্শন শেষে তিনি মোংলাস্থ সুন্দরবনের করমজল পরিদর্শন করেন এবং সেখানকার বন্যপ্রাণী সংরক্ষণাগার ঘুরে দেখেন। কমান্ডার খুলনা নেভাল এরিয়া, কমফ্লোট ওয়েস্ট, বাংলাদেশ ও ভারতে নিযুক্ত ডিফেন্স এ্যাটাচেসহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *