ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করল পাকিস্তান এবং আটক হলো বৈমানিক, দাবী পাকিস্তানের
কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি আক্রমণে চরম উত্তেজনার মধ্যে দুটো ভারতীয় এয়ারক্র্যাফট ভূপাতিত করে এক বৈমানিককে আটকের কথা দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তানের বালাকোটে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় ভারতীয় বিমানের বোমাবর্ষণের পর বুধবার পাকিস্তানি জঙ্গি বিমানও ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মিরে গিয়ে বোমা ফেলেছে বলে খবর দিয়েছে রয়টার্স।
আর ভারত বলেছে, অন্তত তিনটি পাকিস্তানি জঙ্গি বিমান আকাশসীমা লঙ্ঘন করে ভেতরে ঢোকার পর ভারতীয় বিমানবাহিনীর ‘তাড়া খেয়ে’ পালিয়ে গেছে।
অন্যদিকে পাকিস্তান আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সীমানায় থেকেই তাদের জঙ্গিবিমান আক্রমণ করেছে।
তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি ভারতীয় কর্তৃপক্ষ । আজ বুধবার বিবিসি অনলাইন থেকে এ তথ্য জানানো হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের আকাশসীমায় দুটি ভারতীয় বিমান কে গুলি করে ভূপাতিত করা হয়েছে।পাকিস্তানের এক মুখপাত্র বলেছে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
একটি বিমান পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার ভিতর পড়লেও অপরটি পতিত হয়েছে ইন্ডিয়ার নিয়ন্ত্রণ রেখার ওপারে।