ভাতিজির বিয়েতে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস! ফেসবুকে সমালোচনার ঝড়
ভাতিজির বিয়েতে শ্যুটার গানের ফাঁকা গুলি ছুড়ে আনন্দ-উল্লাস করে সমালোচিত হচ্ছেন মো. কাবুল শেখ নামে এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে কাবুলের ভাই নান্নু শেখের মেয়ে শিলা খানমের বিয়েতে।
আর মো. কাবুল শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে শ্যুটার গানের ফাঁকা গুলি ছোড়ার ভিডিওটি আপলোড করেন।
সেখানে তিনি লেখেন, ‘ভাতিজির বিয়েতে বন্দুক ফুঁটিয়ে আনন্দ উৎসব। ’
কিন্তু পরে এ নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। ব্যাপক সমালোচনার মুখে ভিডিওটি মুছে দিতে বাধ্য হন কাবুল।
পাঁচ সেকেন্ডের এ ভিডিওতে দেখা যায়, মো. কাবুল শ্যুটার গান দিয়ে এক রাউন্ড গুলি ছুড়ে আনন্দ-উল্লাস করছেন।
গত ৩ আগস্ট কাবুলের ভাতিজি শিলা খানমের সঙ্গে পার্শ্ববর্তী চৌরখুলী গ্রামের এস্কেন্দর ভূইয়ার ছেলে সবুজ ভূইয়ার বিয়ে হয়। বিয়ের দিন বর আসার পর উল্লাস প্রকাশ করতে কাবুল শ্যুটার গান দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে মো. কাবুল শেখ বলেন, বন্দুকটি বীর বিক্রম হেমায়েত উদ্দিনের। হেমায়েত উদ্দিনের মৃত্যুর পর তার ছেলে নান্নু শেখ নিজের নামে লাইসেন্স করে বন্দুকটি রেখেছেন। তার মেয়ের বিয়েতে আনন্দ উৎসব করার জন্য আমরা এক রাউন্ড গুলি ফুঁটিয়েছি মাত্র।
কাজটি বৈধ হয়েছে কিনা জানতে চাইলে এটিকে না জানা ভুল বলে স্বীকার করে তিনি বলেন, আমি একজন গরিব মানুষ। এ নিয়ে যেন বিপদে না পড়ি।
বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভিডিওটি ফেসবুক থেকে মুছে দিয়েছি।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।