ভাঙ্গায় ৮ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, মামলা
দক্ষিণাঞ্চল ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গায় ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল মঙ্গলবার ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি অপহরণ মামলা করেছেন।
ভাঙ্গা থানা ও মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল মঙ্গলবার রাতে ভাঙ্গার হামিরদী ইউনিয়নের মাধবপুর গ্রামের রাসেল খানের নেতৃত্বে ঐ স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়। পরে এলাকার মাতুব্বরদের নিকট মেয়ের বাবা বিচার চাইলে তারা আজকাল করে ঘুরাতে থাকে। ঘটনার পর ৭ দিনেও মেয়ের কোন খোঁজ না পেয়ে মঙ্গলবার ভাঙ্গা থানায় ৩ জনের নাম উলেখ করে ছাত্রীর বাবা অপহরণ মামলা করেন।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, স্কুলছাত্রী অপহরণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার এবং ঐ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।