ভাইরাল হলো আয়রন ম্যানের অস্ত্র-পাচারের ছবি
আইরনম্যানকে অনেকেই চেনে!! মার্ভেল কমিকসের জনপ্রিয় সুপার হিরো আয়রন ম্যান (টনি স্টার্ক) ।
টনি স্টার্ক একজন শিল্পপতি ও প্রভাবশালী প্রকৌশলী এবং তাকে অপহরণ করে অপহরণকারীরা তাকে দিয়ে ক্ষেপণাস্ত্র নির্মাণ করার জন্য চেষ্টা চালায়। কিন্তু তিনি ক্ষেপণাস্ত্রের পরিবর্তে একটি বর্ম তৈরি করেন এবং জীবন বাঁচান সেই অপহরণকারীদের হাত থেকে এবং পরবর্তীতে এই বর্মটি আরো সংস্কার করে আয়রনম্যান দুনিয়ার রক্ষায় নেমে পরেন।
এমনটি ছিল আয়রন ম্যানের ছবির কাহিনী আর তার এই ছবির অংশ দিয়ে তৈরি করা হয় একটি মিম।
যা “A B I K” নামক একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয় এবং ক্যাপশনে বলা হয়,
তার কোন হৃদয় নেই এবং সে যন্ত্রের সাহায্যে বেঁচে আছে কিন্তু যন্ত্রটি স্থায়ী নয়। ডাক্তার তার হৃদয় পুনঃস্থাপনের জন্য ৫০ লাখ টাকা দাবি করেছেন। ফেসবুক থেকে তার এই পোস্টটি শেয়ার করলে প্রতি শেয়ারের জন্য ১ রুপি ডোনেট করবে। সুতরাং সকলের সাপোর্ট এর জন্য আবেদন রইল।
এমন কথা আসলে স্যাটায়ার করে বলা হলেও অনেকে এটা গুরুত্ব দেন এবং তার এই ছবি শেয়ার করতে শুরু করেন।
তিন হাজারের উপরে শেয়ার হয় ছবিটি এবং অনেকে ছবিটি সত্যি মনে করে স্যাড ইমো ব্যবহার করেন। স্যাটায়ার করে বানানো হলেও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে ওঠে আয়রন ম্যান এর অস্ত্রপাচারের ছবি।