December 21, 2024
আঞ্চলিক

ভবিষ্যৎ প্রজন্মদের শিশুকালেই নৈতিক শিক্ষাদানের প্রয়োজন : এমপি নারায়ণ

ফুলতলা প্রতিনিধি

সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বঙ্গবন্ধু যে স্বপ্নœ নিয়ে দেশ স্বাধীন করেছিলেন সেটি তিনি বাস্তবায়ন করতে না পারলেও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে বাস্তবায়িত করে যাচ্ছেন। দেশে উল্লেখযোগ্য উন্নয়ন হলেও চারিত্রিক, নৈতিকতা ও সততার অভাবে জনগন সে সুফল থেকে বঞ্চিত হচ্ছে। শিশুকালেই নৈতিক শিক্ষাদানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মদের সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলা সম্ভব। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং মায়েদেরকেও সহিষ্ণু হতে হবে।

শনিবার বিকালে ফুলতলার লিটল এ্যাঞ্জেল কিন্ডারগার্টেন চত্বরে অনুষ্ঠিত ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শেখ মতলেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, আওয়ামী লীগ নেতা মৃনাল হাজরা।

স্বাগত বক্তৃতা করেন প্রতিষ্ঠান পরিচালক প্রভাষক গৌতম কুন্ডু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বণিক নেতা রবীন বসু, ইউপি সদস্য আঃ রহমান সরদার, আলমগীর মোল্যা, সাংবাদিক শামসুল আলম খোকন, তাপস কুমার বিশ্বাস, মোঃ নেছার উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য লাভলী রহমান, জাহাঙ্গীর আলম, মুক্তা রহমান, রাসেল মোল্যা, সনজিৎ বসু, পরিমল কান্তি বিশ্বাস, আঞ্জুমানারা আঙুর প্রমুখ।

এছাড়া নারায়ণ চন্দ্র চন্দ এমপি রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সভাপতি সরদার শাহাবুদ্দিন জিপ্পীর সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অনুরুপ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, ইমাম হোসেন মোড়ল, এমসিএসকে পরিচালনা কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন মৃধা, মঈনুর জহুর মুকুল প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, আঃ হাই গাজী, মোঃ সেকেন্দার আলী প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *