January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

ভবদহের সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ফুঁসে উঠেছে লাখো মানুষ

 টিআরএম চালুসহ আমডাঙ্গা খাল সংস্কারের দাবিতে মানববন্ধন

মল্লিক খলিলুর রহমান, অভয়নগর
যশোরের দু:খখ্যাত ভবদহের চারপাশের দু’শতাধিক গ্রামের মানুষকে সম্ভাব্য জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান জোয়ার আধার (টিআরএম) প্রকল্প চালুসহ আমডাঙ্গা খাল সংস্কারের দাবিতে অভয়নগরের নওয়াপাড়ায় মানববন্ধন পালিত হয়েছে। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টিআরএম প্রকল্প চালু সহ আমডাঙ্গা খাল সংষ্কারের দাবিতে ফুঁসে উঠেছে অভয়নগর, মণিরামপুর, কেশবপুর, যশোর সদর, খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার লাখ লাখ মানুষ। ঘোষণা করা হয়েছে কঠোর আন্দোলনের নতুন কর্মসূচি।
দাবি আদায়ের লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে যশোরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ বাসস্ট্যাণ্ডে ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চলা এ মানববন্ধনে অংশ নেয় জলাবদ্ধতার শিকার হাজার হাজার নারী-পুরুষ।
ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহবায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে মানববন্ধনের সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, সাবেক ইউপি চেয়াম্যান ফিরোজ আহম্মেদ, মণিরামপুরের সাবেক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান, আন্দোলন কমিটির নেতা শেখ আয়ুব হোসেন, আব্দুর রউফ মোল্যা, ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, বিকাশ রায় কপিল, মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা অধির কুমার পাঁড়ে, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৪০ ধরে জলাবদ্ধতার শিকার ভবদহ অঞ্চলের মানুষ। বর্তমানে ৬ উপজেলার প্রায় ৫০টি গ্রামের মানুষ জলাবদ্ধতার শিকার হয়ে পশু আর মানুষ একত্রে বসবাস করছে। এ অঞ্চলের মানুষকে জিম্মি করে নদী খননের নামে সরকারের কোটি কোটি টাকা লোপাট করছে একটি মহল। ভবদহের সমস্যা সমাধানে সরকারের সদ্য ঘোষিত ৮১০ কোটি টাকার প্রকল্প বাতিল করে সেনাবাহিনী দিয়ে টিআরএম প্রকল্প চালু সহ আমডাঙ্গা খাল সংষ্কারের দাবি করেন তারা।
ঘোষিত দাবি আদায়ের লক্ষ্যে আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রেস ক্লাবে যশোরে সংবাদ সম্মেলন এবং ওই দিন যশোর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের নতুন কর্মসূচি ঘোষণা করেন ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহবায়ক আলহাজ্ব এনামুল হক বাবুল।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *