January 22, 2025
আঞ্চলিক

বয়রা মাধ্যমিক বিদ্যালয়ের ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি

গতকাল মঙ্গলবার বয়রা মাধ্যমিক বিদ্যালয়ের ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২০ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। মুজিববর্ষের সম্মানে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমীন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সংরক্ষিত কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হাসান। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ক্রীড়া উপ-পরিষদের আহবায়ক শেখ হাসান ইফতেখার চালু।

এর আগে সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন শেখ ঈমান আলী, আলহাজ্ব শেখ মুজিবুর রহমান, শেখ জিয়াউর রহমান বাবু সাহেব, মোঃ ইউছুফ আলী খান।

অনুষ্ঠানে বয়রাবাসীর বহুদিনের দাবী-বয়রা মেইন রোড সম্প্রসারণের লক্ষ্যে এলাকাবাসীকে সাথে নিয়ে বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন খুলনার নগরপিতা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর নিকট স্মারকলিপি পেশ করেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *