বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বয়রা মাধ্যমিক বিদ্যালয়, ছোট বয়রা, খুলনায় বৃহস্পতিবার বেলা ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী রিজিয়া নাসের, তাঁর জ্যেষ্ঠ পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, পুত্রবধূ রূপা চৌধুরী এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপির আশু রোগমুক্তি কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক মো. আবুল হাছান, শিক্ষানুরাগী সদস্য শেখ হাসান ইফতেখার চালু, সহকারি প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল, মাধ্যমিক সহকারি শিক্ষক পরিষদের সভাপতি এমএ ওহাব বুলবুল। এছাড়া উপস্থিত ছিলেন মো. নিজাম উদ্দিন, শেখ মোর্শেদুজ্জামানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ