বড় জয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ শুরু বুরুন্ডির
ক্রীড়া ডেস্ক
শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চার গোল করল বুরুন্ডি। মরিশাসকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে শুভসূচনা করল দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘বি’ গ্রæপের ম্যাচে ৪-১ গোলে জিতেছে বুরুন্ডি। হ্যাটট্রিক করেন শিমিরিমানা জসপিন।
তৃতীয় মিনিটেই কাছের পোস্ট দিয়ে আদ্রিন ফ্রাঙ্কোসের গোলে এগিয়ে যায় মরিশাস। শুরুতে গোল পেলেও ম্যাচের বাকিটা সময় কোণঠাসা ছিল তারা। প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে ২৬তম মিনিটে সমতায় ফেরে বুরুন্ডি। বেঞ্জামিনের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে জাল খুঁজে নেন জসপিন। ৪১তম মিনিটে এগিয়ে যায় বুরুন্ডি। ডান দিক থেকে দারুণ ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন দিকুমানা আসম্যান। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়িয়ে নেয় তারা; এবার সতীর্থের লব ধরে লক্ষ্যভেদ করেন জসপিন। ৮৬তম মিনিটে এই ফরোয়ার্ড হ্যাটট্রিক পূরণ করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বুরুন্ডি।