November 30, 2024
খেলাধুলা

বড় অঙ্কের জরিমানা পরিশোধ করলেন আকমল

অবশেষে জরিমানা পরিশোধ করতে পারলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোষাগারে বিশাল অঙ্কের জরিমানার পুরোটাই দিয়েছেন তিনি।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার অপরাধে খেলাধুলার আন্তর্জাতিক আদালত থেকে তাকে ৪২ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছিল। পিসিবির সূত্র মোতাবেক পুরো অর্থ একসঙ্গেই জমা দিয়েছেন তিনি। প্রাথমিকভাবে কিস্তিতে এই জরিমানা পরিশোধের আবেদন করেছিলেন আকমল।

তবে বিশাল অঙ্কের জরিমানা পরিশোধ করেও এখনই মাঠে ফেরা হবে না তার। পিসিবির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে আকমলকে। এরপর তিনি ফিরতে পারবেন ক্রিকেটে।

সেই কর্মকর্তা বলেছেন, ‘ক্রিকেটে ফিরতে কিছুটা সময় লাগবে আকমলের। তাকে আগে আইসিসির দুর্নীতি বিরোধী কমিশনের কয়েকটি পুনর্বাসন প্রোগ্রামে অংশ নিতে হবে। জুনে আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগের কাজে ব্যস্ত থাকবে পিসিবির দুর্নীতি দমন ইউনিট। তাই ওকে ফেরাতে আরেকটু সময় লেগে যাবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *