বড়দিন উপলক্ষে খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতি সিটি মেয়রের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খ্রীষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বড়দিন প্রাক্কালে এক শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র বলেন, যীশু খ্রীষ্ট সত্য, ন্যায়, শান্তি প্রতিষ্ঠা ও মানবসেবায় আত্মবিসর্জনের মাধ্যমে ত্যাগের যে মহান দৃষ্টান্ত রেখে গেছেন তা মানব ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। তাঁর এই ত্যাগের মহিমা খ্রীষ্টান ধর্মালম্বীদের আলোর পথে অনুপ্রাণিত করছে। তিনি যীশু খ্রীষ্টের এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতি আহবান জানান। তিনি বড়দিন উপলক্ষে খ্রীষ্টান সম্প্রদায়ের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন।