‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ব্যানার টাঙাল দ. কোরিয়ার মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভের সমর্থনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মার্কিন দূতাবাস ভবনে বিশাল একটি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ব্যানার টাঙিয়ে টুইটারে এর ছবিও পোস্ট করা হয়েছে
শনিবার সাদা-কালোয় বড় বড় হরফে লেখা ওই ব্যানারের ছবি দিয়ে টুইটে দূতাবাস লিখেছে, “ইতিবাচক পরিবর্তনের জন্য সোচ্চার হওয়া আমেরিকান বিক্ষোভকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতাবাসও একাত্ম হয়েছে।”
“আরো বেশি বৈচিত্র্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থার দাবিতে এবং বর্ণবাদী অন্যায়, অবিচার ও পুলিশের বর্বরতার বিরুদ্ধে সংগ্রামের পাশে দাঁড়ানোরই প্রতীক আমাদের এই #ব্ল্যাক লাইভস ম্যাটার ব্যানার।”
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হ্যারি হ্যারিস এই বার্তা রিটু্ইট করে লিখেছেন, “ যুক্তরাষ্ট্র একটি মুক্ত এবং বৈচিত্র্যময় জাতি। এই বৈচিত্র্যই আমাদেরকে শক্তি জোগায়।”
যুক্তরাষ্ট্রে পুলিশের নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে বিশ্বব্যাপী সমাজে অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদে ফুঁসে উঠেছে।
কিন্তু মার্কিন দূতাবাসে ব্যানার টাঙানোর এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিপরীতে গিয়ে বিক্ষোভকারীদেরকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার এক বিরল দৃষ্টান্ত হিসাবেই দেখা হচ্ছে। যে বিক্ষোভকারীদেরকে ট্রাম্প ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন।
রোববার দূতাবাস থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগেও গত বছর সিউলের মার্কিন দূতাবাস এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য রেইনবো ব্যানার টাঙিয়েছিল।
মার্কিন রাষ্ট্রদূত হ্যারিসকে ২০১৮ সালে সিউলে নিয়োগ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবছর শেষের আগেই তিনি পদ থেকে সরে দাঁড়াতে চান বলে ব্যক্তিগতভাবে জানিয়েছেন।