ব্রেক্সিট চুক্তি অনুমোদন ইউরোপীয় পার্লামেন্টের
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার চুক্তি ব্রেক্সিট অনুমোদন করছে ইউরোপীয় পার্লামেন্ট।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হওয়া বুধবারের এ ভোটে ইউরোপীয় পার্লামেন্টের অধিকাংশ সদস্য চুক্তির শর্তগুলোর প্রতি সমর্থন জানায়, জানিয়েছে বিবিসি।
পার্লামেন্টে আবেগঘন বিতর্কের পর হওয়া ভোটাভুটিতে ব্রেক্সিটের পক্ষে ৬২১ ভোট ও বিপক্ষে ৪৯ ভোট পড়ে। ভোটে ফলাফল নির্ধারিত হওয়ার পর পার্লামেন্টের সদস্যরা (এমইপি) স্কটিশ ভাষায় রচিত বিদায়ী সংগীত ‘অল্ড লাং জাইন’ গেয়ে যুক্তরাজ্যকে বিদায় জানান।
যুক্তরাজ্যের ব্রেক্সিট পার্টির নাইজেল ফারাজসহ ইইউ বিরোধী ব্রিটিশ এমইপিরা ইইউ-বিরোধী বিভিন্ন বক্তব্য দিলেও কয়েকজন ব্রিটিশ এমইপি এক দিন যুক্তরাজ্য আবার ইউরোপীয় ইউনিয়নে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন।
শুক্রবার ব্রাসেলসের স্থানীয় সময় রাত ১২টায় (২৩:০০ জিএমটি) যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়বে। ব্রেক্সিট হওয়ার আগে চুক্তি অনুমোদন প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ ছিল ইউরোপীয় পার্লামেন্টের এ ভোট।
অক্টোবরে যুক্তরাজ্য ও ইইউ এই বেক্সিট চুক্তিটিতে সমর্থন জানিয়েছিল। গত সপ্তাহে ইইউ এর বিভিন্ন কমিটি পর্যায়েও চুক্তিটি সহজেই পাস হয়।ফলে চুক্তিটি পার্লামেন্টের ভোটে অনুমোদন পাবে এটি একরকম নিশ্চিত ছিল