November 28, 2024
আঞ্চলিক

ব্রেইন টিউমারে আক্রান্ত মাদরাসার ছাত্র জাকির হোসেন বাঁচতে চায়

 

 

 

খুলনার রূপসার আইচগাতি নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণীর  ছাত্র মো. জাকির হোসেন বাচতে চায়। সে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজিস্ট সরদার আব্দুল হালিমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

জাকির হোসেন খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতি গ্রামের মো. শফিউদ্দিন আহম্মেদের একমাত্র ছেলে। তার মায়ের নাম রাবেয়া বেগম। তার পিতা একজন ভ্যান চালক। তিন সন্তানের মধ্যে জাকির হোসেন সবার ছোট। ২০১৭ সালে একমাত্র ছেলের ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার পর থেকে ভ্যান চালক পিতা তার সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা করেছেন। কিন্তু তাতে কোন ফল হয়নি। শেষ পর্যন্ত তার চিকিৎসক জানিয়েছেন তার ছেলেকে বাচাতে গেলে জরুরী ভিত্তিতে টিউমার অপারেশন করতে হবে। এ অপারেশন করতে গেলে প্রায় ৪,০০,০০০/= (চার লাখ) টাকার মত ব্যয় হবে। এমতাবস্থায় একমাত্র ছেলেকে বাচাতে ভ্যানচালক পিতা শফিউদ্দিন আহম্মেদ দেশ-বিদেশের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : মো. শফিউদ্দিন আহম্মেদ, একাউন্ট নং-১৫৩৬,  ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. খুলনা শাখা, যশোর রোড, শপিং কমপেক্স, খুলনা, বিকাশ নং-০১৮৪৫-০৪৯৬১৪।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *