ব্রেইন টিউমারে আক্রান্ত মাদরাসার ছাত্র জাকির হোসেন বাঁচতে চায়
খুলনার রূপসার আইচগাতি নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্র মো. জাকির হোসেন বাচতে চায়। সে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজিস্ট সরদার আব্দুল হালিমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
জাকির হোসেন খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতি গ্রামের মো. শফিউদ্দিন আহম্মেদের একমাত্র ছেলে। তার মায়ের নাম রাবেয়া বেগম। তার পিতা একজন ভ্যান চালক। তিন সন্তানের মধ্যে জাকির হোসেন সবার ছোট। ২০১৭ সালে একমাত্র ছেলের ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার পর থেকে ভ্যান চালক পিতা তার সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা করেছেন। কিন্তু তাতে কোন ফল হয়নি। শেষ পর্যন্ত তার চিকিৎসক জানিয়েছেন তার ছেলেকে বাচাতে গেলে জরুরী ভিত্তিতে টিউমার অপারেশন করতে হবে। এ অপারেশন করতে গেলে প্রায় ৪,০০,০০০/= (চার লাখ) টাকার মত ব্যয় হবে। এমতাবস্থায় একমাত্র ছেলেকে বাচাতে ভ্যানচালক পিতা শফিউদ্দিন আহম্মেদ দেশ-বিদেশের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : মো. শফিউদ্দিন আহম্মেদ, একাউন্ট নং-১৫৩৬, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. খুলনা শাখা, যশোর রোড, শপিং কমপেক্স, খুলনা, বিকাশ নং-০১৮৪৫-০৪৯৬১৪।