ব্রিগেড সভায় মমতাকে কটাক্ষ মোদির
ব্রিগেড সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘দিদি হিসেবে ১০ বছর আগে মমতাকে ক্ষমতায় বসিয়েছিল বাংলার মানুষ। কিন্তু মমতা শুধু একজন ভাইপোর পিসি হয়ে রয়ে গেলেন।’ রোববার (৭ মার্চ) কলকাতায় ব্রিগেড সভা হয়।
মোদি বলেন, ‘কিছু দিন আগে স্কুটি সামলাচ্ছিলেন দিদি। সবাই ভয় পাচ্ছিলেন, আপনি পড়ে গিয়ে আঘাত না পান। ভাগ্যিস পড়ে যাননি। নইলে যে রাজ্যে স্কুটি তৈরি হয়েছে, সেই রাজ্যকেই শত্রুতা বানিয়ে ফেলতেন। তাই ভালো হয়েছে পড়ে যাননি। কিন্তু ভবানীপুর যেতে যেতে নন্দীগ্রামের দিকে ঘুরে কী করে ঘুরে গেল স্কুটি? আমি চাই না আপনি পড়ে গিয়ে আঘাত পান। কিন্তু স্কুটি যখন নন্দীগ্রামেই গিয়ে পড়েছে, তখন আমরা আর কী করব।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বাংলার মানুষ দিদির ওপর ভরসা করেছিলেন। কিন্তু দিদি এবং তার সাঙ্গপাঙ্গরা সেই বিশ্বাস ভেঙে দিয়েছেন। বাংলার মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন তিনি। মা-বোনেদের ওপর অকথ্য অত্যাচার হয়েছে। বাংলার মানুষ তবু ভেঙে পড়েননি। বরং পরিবর্তন চাইছেন তারা।’