ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষের সময় একজনের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় এক বৃদ্ধ মারা গেছেন; যিনি স্ট্রোক করেছিলেন বলে পুলিশের ধারণা। সরাইল থানার ওসি শাহদৎ হোসেন জানান, শুক্রবার দুপুরে শামসুল হক চৌধুরী (৬০) নামে এই ব্যক্তি মারা যান। শামসুল সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের বাসিন্দা।
ওসি শাহদৎ বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পরমানন্দপুর গ্রামের খাঁ বাড়ির লোকজন ও দেওয়ান ভূঁইয়ার বাড়ির লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে খাঁ বাড়ির আইয়ুব খান ও তার ছেলেকে মারধর করেন দেওয়ান বাড়ির লোকজন। এর ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। শামসুল হক চৌধুরীও সংঘর্ষে গিয়েছিলেন। এ সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। ইতঃপূর্বে শামসুলের ওপেন হার্ট সার্জারি হয়েছে।
ওসি বলেন, পুলিশ সংঘর্ষ থামাতে গেলে একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে সাত পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কাউকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা তিনি তা বলতে পারেননি।