ব্রাহ্মণবাড়িয়ায় তেলের ট্যাংকে শ্রমিকের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় তেলের লরির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ‘গ্যাসে’ চালকের এক সহকারীর মৃত্যু হয়েছে। সদর থানার ১ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আতিকুর রহমান জানান, বুধবার সকাল ৮টার দিকে পৌরশহরের মেড্ডা এলাকায় সোহেল মিয়া (২৪) নামে এই শ্রমিকের মৃত্যু হয়। সোহেল সদর উপজেলার ঘাটুরা এলাকার এলাহী খন্দকারের ছেলে।
পরিদর্শক আতিকুর বলেন, সকালে ওই এলাকায় এস রহমান ফিলিং স্টেশনের একটি তেলের লরির ট্যাংকের ভেতরে পরিষ্কার করতে ঢোকেন সোহেল মিয়া। সেখানেই তার মৃত্যু হয়। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ট্যাংকের ভেতরে ঢোকার পর সোহেল অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক মির্জা সাঈদ। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরে থাকা জ্বালানি তেলের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর সঠিক করাণ জানা যাবে।