December 27, 2024
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় গাছে মাইক্রোর ধাক্কা, দম্পতিসহ নিহত ৫

দক্ষিণাঞ্চল ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে এক দম্পতিসহ পাঁচজন নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন। হতাহতরা সবাই এসিআই কোম্পানিতে কর্মরত।
জেলার খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি হোসেন সরকার জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জেলারর বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঢাকার খিলগাঁও এলাকার অপু (৩৩), তার স্ত্রী ঝুমুর (২০), পরশ (৩২), রিজন (৩১) ও হাসান জামান (৩২)। মাইক্রোবাসের চালকসহ আহত চারজনকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি মোহাম্মদ হোসেন সরকার বলেন, তারা মাইক্রোবাসে করে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *