January 21, 2025
করোনাজাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় চিকিৎসকসহ আক্রান্ত ২

গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় একজন নারী চিকিৎসকসহ দুইজন করোনায় আক্রান্তের তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ।

তিনি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে যে রিপোর্ট এসেছে তার মধ্যে দুইজনের কেরোনা পজিটিভ রয়েছে।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত এক নারী চিকিৎসক (২৮) রয়েছেন।

এছাড়াও জেলার নাসিরনগরে মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে রিপোর্ট পাওয়া গেছে।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে জেলা শহরে আইসোলেশনে আছে পাঁচ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *