December 27, 2024
আন্তর্জাতিক

ব্রাজিলে বাঁধ ধসে নিহত ৯, নিখোঁজ ৩০০

দক্ষিণাঞ্চল ডেস্ক
ব্রাজিলের দক্ষিণপূর্ব অঞ্চলে একটি আকরিক লোহার খনির কাছে বাঁধ ভেঙে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুরের ওই ঘটনায় আরও প্রায় ৩০০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে বিবিসি জানিয়েছে।
কর্মকর্তারা জানান, মিনাইস গেরাইস রাজ্যের ব্রমাদিনোর ওই বাঁধটি ধসে পড়ার পর কাছাকাছি এলাকাগুলোতেও কাদাপানি ছড়িয়ে পড়ে; চাপা পড়ে অসংখ্য ভবন ও যানবাহন। আটকে পড়া অসংখ্য মানুষকে এরই মধ্যে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেছেন ব্রাজিলের জরুরি বিভাগের কর্মীরা।
দেশটির সবচেয়ে বড় খনি কোম্পানি ভেলের নিয়ন্ত্রণে থাকা বাঁধটি কী কারণে ধসে পড়ল তা নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের বেশিরভাগই আকরিক লোহার খনির কর্মী বলে জানিয়েছে বিবিসি।
ঘটনার সময় বাঁধ সংলগ্ন ক্যাফেটেরিয়ায় অসংখ্য শ্রমিক দুপুরের খাবার খাচ্ছিলেন। বাঁধ ভেঙে যাওয়ার পর ওই ক্যাফেটেরিয়াটি কাদায় চাপা পড়ে। তিন বছর আগে মিনাস গেরাইসে একই কোম্পানির আরেকটি বাঁধ ধসের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল।
আমাদের কাছে খুব বেশি তথ্য নেই; কেননা সবকিছু বেশ দ্রুতগতিতে ঘটেছে। এখন আমাদের মূল দুশ্চিন্তা নিখোঁজদের উদ্ধার, শুক্রবারের বাঁধ ধসের পর বলেছেন ব্রমাদিনোর মেয়র আভিমার দে মেলো। সময় যত যাচ্ছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও ততই কমে আসছে বলে জানিয়েছেন মিনাইস গেরাইসের গভর্নর রোমিও জেমা।
ঘটনার পরপরই প্রায় দমকল বিভাগের ১০০ কর্মী উদ্ধার কাজ শুরু করেন। শনিবার থেকে তাদের সঙ্গে আরও শতাধিক কর্মী যুক্ত হবেন বলেও জানানো হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো একে ‘ভয়াবহ দুর্ঘটনা’ অ্যাখ্যা দিয়েছেন। শনিবাই ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন বলেও জানিয়েছেন তিনি

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *